মুন্সিগঞ্জ ২৯ নভেম্বর, ২০১৯, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে যমুনা ব্যাংকের ১৩৭ তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৮নভেম্বর) বেলা ১১ টায় উপজেলার শিকদার ম্যানশনের সামনে আনুষ্ঠানিক ভাবে যমুনা ব্যাংক সিরাজদিখান শাখার উদ্বোধন করেন যমুনা ব্যাংক লিমিটেড এর ফাউন্ডেশন ও নির্বাহী কমিটির চেয়রাম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।
যমুনা ব্যাংক লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যমুনা ব্যাংক পরিচালনা পর্ষদ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যমুনা ব্যাংক পরিচালনা পর্ষদ এর পরিচালক ইঞ্জিনিয়ার এ.কে.এম মুর্শারফ হুসাইন, কানুতোষ মজুমদার।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈনুল হাসান নাহিদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড.আবুল কাশেম মিয়া, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস.এম. সোহরাব হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন, সিরাজদিখান বাজার বনিক সমিতির সভাপতি আব্দুল মান্নান শিকদার, রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার।
এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।