১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সন্ধ্যা ৬:১৬
ম্যারাদোনার হুঙ্কার, ফিফাকে ছেড়ে দেব না
খবরটি শেয়ার করুন:

বাবার মৃত্যুর পর ভেঙে পড়েছেন৷ মানসিক অবসাদে ভুগছেন৷ সম্প্রতি এমন খবর প্রকাশিত হয়েছিল মারাদোনা সম্পর্কে৷ যা পুরোটাই গুজব বলে উড়িয়ে দিলেন ফুটবল রাজপুত্র। নিজেকে সামলে নিতে পেরেছেন তিনি। বাবার মৃত্যুরতে নিজের মানসিক অবস্থা ও ফিফাকে নিয়ে আবার হুঙ্কার দিলেন তিনি।

ম্যারাদোনা বলেছেন, ‘বাবাকে হারানোর পর একজন ছেলের মনের অবস্থা যা হয়, আমারও সেই অবস্থা হয়েছিল৷ তবে সবাইকে জানাতে চাই আমি হতাশায় ভুগছি না৷ ভেঙেও পড়িনি৷ কিছুদিনের মধ্যেই আমাকে পুরনো মেজাজে পাওয়া যাবে৷ ফিফাকে আমি এত সহজে ছেড়ে দেব না৷’ ম্যারাদোনার এমন মন্তব্যে ফুটবল মহলে জন্ম নিয়েছে নতুন জল্পনা৷ তা হলে কি ফিফা সভাপতি পদে দাঁড়াবেন দিয়েগো?