২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | বিকাল ৪:৪৭
Search
Close this search box.
Search
Close this search box.
মোল্লা ওমরের মৃত্যু নিশ্চিত করলো তালেবান
খবরটি শেয়ার করুন:

দুইবছর আগে তালেবান নেতা মো্ল্লা ওমরের মৃত্যুর খবর আফগান সরকারে তরফে খবর প্রকাশের একদিনের মাথায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তালেবান কতৃপক্ষ।

বিবিসির এক খবরে বলা হয়েছে বৃহস্পতিবার তালেবানের পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হলেও কখন মৃত্যু হয়েছে তা বলা হয়নি। অসুস্থাজনিতা কারনে তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তালেবান।

নিজ পক্ষের কিছু নেতার বিরোধীতা সত্বেও মোল্লা ওমরের সহকারি আখতার মনসুরকে নতুন তালেবান প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলেও তালেবানের ঘনিষ্ঠ সুত্রের বরাতে জানিয়েছে বিবিসি।

২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্থানে হামলা চালানোর পর আত্মগোপনে থেকেই তালেবান বাহিনী নিয়ন্ত্রণ করে আসছিলেন মোল্লা ওমর।

error: দুঃখিত!