মুন্সিগঞ্জ, ১৩ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার পাখির মোড় এলাকায় তাজবীর আহমেদ (২৭) ও জাহিদ হোসেন জিতু (২৬) নামে দুই আরোহীর প্রাণ গেছে। সম্পর্কে তারা দুই বন্ধু্।
নিহত তাজবীর আহমেদ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালগিড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ও জাহিদ হোসেন জিতু একই গ্রামের দুলাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সোয়া ৮ টার দিকে তাজবীর ও জিতু মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে নিজ বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালগিড়ি গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে গজারিয়া উপজেলার পাখির মোড় এলাকায় অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় পিছন থেকে আরেকটি যানবাহনের ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল উল্টে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশের কুমিল্লা জেলার গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত ইনচার্জ এস আই রিয়াদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।