মুন্সিগঞ্জ, ১৮ জানুয়ারি, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
আসন্ন মিরকাদিম পৌরসভা নির্বাচনে মনোনয়ন জমাদানের শেষ দিনে মেয়র পদে বিএনপি, আওয়ামী লীগের প্রার্থী সহ ৬ জন ও সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সর্বমোট ৫৪ জন মনোনয়ন জমা দিয়েছেন।
গতকাল রোববার (১৭ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীরা মনোনয়ন জমা দেন।
মেয়র পদে জমা দিয়েছেন, বর্তমান মেয়র শহিদুল ইসলাম শাহিন, আওয়ামী লীগ মনোনীত আব্দুস সালাম, মনিরুজ্জামান শরীফ, মনসুর আহম্মেদ কালাম, বিএনপি মনোনীত মিজানুর রহমান ও মোহাম্মদ হোসেন রেনু।
অন্যদিকে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন মনোনয়ন জমা দিয়েছেন।
মিরকাদিম পৌরসভায় মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ছিলো গতকাল ১৭ জানুয়ারি। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে আগামীকাল ১৯ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২৭ জানুয়ারি।
চতুর্থ দফায় মুুন্সিগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভায় আগামী ১৪ ফেব্রুয়ারি, রোববার ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে।