মুন্সিগঞ্জ, ১১ নভেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই ভোটারদের মধ্যে আগ্রহ বাড়ছে।
সবকিছু স্বাভাবিক থাকলে আগামী মাসেই হতে যাচ্ছে মুন্সিগঞ্জের দুইটি পৌরসভার নির্বাচন।
এই নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে কৌতুহলের শেষ নেই। মুন্সিগঞ্জ ও মিরকাদিমে কে কে হচ্ছেন মেয়র প্রার্থী তা নিয়ে সাধারণ ভোটাররা এখনই খোঁজখবর রাখছেন।
এর মধ্যেই আজ বুধবার (১১ নভেম্বর) মুন্সিগঞ্জ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দীতা করার কথা জানিয়েছেন মুন্সিগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. এ. কাদের মোল্লা।
আরও পড়তে পারেনঃ মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচন: মেয়র পদে প্রার্থীতা নিয়ে যা বললেন কাউন্সিলর আবির
তিনি সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সাংবাদিকদের সাথে কথা বলে মেয়র পদে প্রতিদ্বন্দীতা করবেন বলে জানান।
বীর মুক্তিযোদ্ধা কাদের মোল্লা রাতে ‘আমার বিক্রমপুর’ কে বলেন, ‘আমি আওয়ামী লীগের কাছে দলীয় মনোনয়ন চাইবো। দল থেকে যদি মনোনয়ন না পাই স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করবো।’
তিনি বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উজ্জীবিত করাও আমার একটি দায়িত্ব। আমি দায়িত্ব এড়াতে পারি না। তাই ‘শক্ত প্রতিদ্বন্দীতা’ করে হলেও পৌরসভা নির্বাচনে অংশ নিবো।’