মুন্সিগঞ্জ, ৫ ডিসেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মুুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস ও তার সহধর্মিণী নিলিমা দাসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে মিরকাদিম পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৫ ডিসেম্বর) মিরকাদিমের দরগাহবাড়ি এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে মিরকাদিম পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান বাসুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মনসুর আহমেদ কালাম, মিরকাদিম পৌর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শরীফ, জেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জসীম দেওয়ান, পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন জনি, জেলা ছাত্রলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সিজু, সমাজসেবক সমাজসেবক হাজী সালাম প্রমুখ।