১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১২:২১
Search
Close this search box.
Search
Close this search box.
মুুন্সিগঞ্জে পদ্মার ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে ৫ শতাধিক পরিবার, এলাকাবাসীর উদ্যোগে অস্থায়ী বাঁধ নির্মাণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৭ মে, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বেজগাও ইউনিয়নের প্রায় ৫ শতাধিক পরিবার পদ্মার ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে। স্থানীয় প্রতিনিধি ও প্রশাসনের কাছ বারবার ধর্না দিয়েও পাচ্ছেন না কোন প্রতিকার। তাই নিজেরাই উদ্যোগ নিয়ে বালির বস্তা ফেলে নির্মাণ করেছেন অস্থায়ী বাঁধ। তবে এই বাঁধ কতক্ষণ থাকবে তা নিয়ে তারা নিজেরাও আছেন দুশ্চিন্তায়।

এলাকাবাসী জানান, গত ৫-৭ বছর যাবৎ পদ্মা নদী ভাঙতে ভাঙতে লোকালয়ে চলে এসেছে। এ নিয়ে তারা বেশ কয়েকবার স্থানীয় প্রতিনিধিদের কাছে গিয়েছেন। প্রশাসনের কাছেও কার্যকর ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন কিন্তু লাভ হয়নি।

সর্বশেষ চলতি মৌসুমের বৈশাখের শুরুতে ভাঙন শুরু হয় এই এলাকায়। গত দুইদিন যাবৎ ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে নতুন করে আবার ভাঙছে।

বেজগাও এলাকার কৃষক হোসেন সর্দার জানান, নদী ভাঙন থেকে নিজেদেও বাড়ি ঘড় ও জমি রক্ষায় গ্রামবাসী মিলে ৭০ হাজার টাকা ব্যায়ে গত দুইদিন যাবৎ ৪০০ ফিট এলাকাজুড়ে বাঁধ নির্মাণ করেছেন। তবে যে কোন সময় এই অস্থায়ী বাঁধ ভেঙে এই এলাকাটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।

স্থানীয়রা অতি দ্রুত নদী ভাঙন ঠেকাতে বিশেষ প্রকল্পের দাবি করে আগামী বর্ষা মৌসুমের আগে স্থায়ী বাঁধ নির্মানের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির বলছেন তিনি বিষয়টি অতিদ্রুত পানি উন্নয়ন বোর্ডকে জানাবেন। এবং স্থায়ীভাবে বাঁধ নির্মানে উদ্যোগ নিতে সুপারিশ করবেন।

error: দুঃখিত!