৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | বিকাল ৩:৫৮
মুন্সীগঞ্জ সদরে অসম প্রেমের কাহিনী নিয়ে তোলপাড়
খবরটি শেয়ার করুন:

কাকনঃ মুন্সীগঞ্জ সদর উপজেলা’র কাচাঁরীতে পুবালী ব্যাংক এর সামনে এক প্রেমিক-প্রেমিকা দম্পত্তি কে নিয়ে তোলপাড় হয়েছে আজকে সন্ধ্যা ৬ টার দিকে।

ঘটনাস্থলে গিয়ে যানা যায় মেয়েটি আর ছেলেটির মধ্যে গভীর প্রেমের সম্পর্কের কারনে তারা একে অপরকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে আসে।  পালিয়ে বাড়ির বাহিরে ৩ দিন থাকার পর মেয়ের বাবা-মা কোন এক মাধ্যমে খবর পেয়ে মুন্সিগঞ্জের সদরে মাঠপাড়া’য় স্টেডিয়াম এর সামনে ছুটে আসে। এবং সেখানে তাদের পাওয়ার পর লোকজন নিয়ে ছেলেকে মারধর করে। অতঃপর ছেলে এবং মেয়ে সেখান থেকে পালিয়ে মুন্সীগঞ্জ পুবালি ব্যাংক এর সামনে আসলে মেয়ের বাবা মায়ের চিৎকার এ লোকজন তাদেরকে আবারও আটকে ফেলে।

কিন্তু মেয়ে কোন অবস্থায় ছেলেকে ছাড়বেনা বলে ছেলেকে জরিয়ে ধরে দাড়িয়ে থাকে।

মেয়ের মাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান তার সাথে ছেলে ফোনে ভালো সম্পর্ক বানিয়ে তার মেয়েকে নিয়ে তিন দিন ধরে পালিয়ে বেড়াচ্ছে।

অনেক সময় ধরে জনগনের চাপাচাপির পড় ঘটনা স্থলে মুন্সীগঞ্জ সদর থানা’র এসআই সবুর খান এসে ছেলে এবং মেয়ে দুজনকেই থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য।

এসআই সবুর খান রাত ৯টা’র দিকে আমার বিক্রমপুর কে জানান, ‘এটি একটি তুচ্ছ ঘটনা। তাই তাদেরকে সাময়িক জিজ্ঞাসাবাদের পর তাদের পরিবারের কাছে ছেড়ে দেয়া হয়েছে।’

error: দুঃখিত!