৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সন্ধ্যা ৬:৫৬
মুন্সীগঞ্জ শহরে অভিনব কায়দায় হাতি দিয়ে চাদাবাজি
খবরটি শেয়ার করুন:

সানিয়াত আব্দুল্লাহ: মুন্সীগঞ্জ শহরে হাতি দিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে দোকানে দোকানে  ও পথচারীদের কাছ থেকে চাদাবাজির অভিযোগ পাওয়া গেছে।

গত ৬আগষ্ট সরেজমিনে দেখা যায়, শহরের কাচারী,সুপারমার্কেট,বাজার সহ ইত্যদি ব্যাবসা প্রতিষ্ঠানে হাতি নিয়ে একজন লোক দাড়িয়ে থাকে যতক্ষন ঐ লোকের পছন্দানুযায়ী টাকা দোকানদার হাতির সুরে না গুজে দিবে ততক্ষন হাতি নিয়ে ঐ লোক দাডিয়ে থাকবে। এতে করে দোকানের বেচাকেনায় ব্যাঘাত ঘটে, ফলে দোকানদার একরকম বাধ্য হয়েই হাতী বহনকারীকে টাকা দিতে বাধ্য হয়।

শুধু দোকানদারদের কাছ থেকেই নয়, পথচারী ও ক্রেতারাও মুখোমুখি হচ্ছে হাতী’র কাছে।

এসময় ফেরদৌস রহমান সুপ্ত নামের একজন জানান, আমি শহরের বাজার রোডে মোটরবাইক নিয়ে যাচ্ছিলাম হঠাৎ আমার গতিরোধ করে একটি বিশালাকৃতির হাতি। এরপরে হাতি বহনকারী লোকটি আমার কাছে বকশিশ দাবি করে। পরে আমি ১০টাকা দিলেঔ ঐ লোকের ইশারায় হাতি তা নিতে চায়না। এরপরে আমি ৫০টাকা দিতে বাধ্য হই।

error: দুঃখিত!