৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৯:২৩
মুন্সীগঞ্জে ৬ কেজি গাজাসহ দুই ভুয়া সাংবাদিক আটক
খবরটি শেয়ার করুন:

শহীদ-ই-হাসান তুহিন: মুন্সীগঞ্জের গজারিয়ায় ৬ কেজি গাজাঁসহ মনির হোসেন (৩৯) ও হাসান রানা (৩৪) নামের দুই ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি ক্যামেরা ও দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকার স্টাফ রিপোর্টারের মেয়াদউত্তীর্ণ পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মুন্সীগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস হোসেন জানান, শুক্রবার রাত ৭টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়ার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাসী চালায় পুলিশ। এ সময় প্রেস লেখা কুমিল্লা থেকে ঢাকাগামী একটি মটর সাইকেল রোধ করে তল্লাসী করতে চাইলে দুই যুবক নিজেদের দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকার স্টাফ রিপোর্টার দাবী করেন।
এ সময় কথাকর্তায় সন্দেহ হলে তাদের কাছে থাকা ব্যাগ তল্লাসী করলে ৬ কেজি গাজাঁ, দৈনিক সন্ধাবানী পত্রিকার স্টাফ রিপোর্টারের মেয়াদউত্তীর্ণ পরিচয়পত্র ও একটি ক্যামেরা উদ্ধার করা হয়।

তিনি জানান, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ী। পুলিশকে ফাকিঁ দিতে তারা নিজেদের সাংবাদিক পরিচয় দেয়। তারা দৈনিক সন্ধাবানী পত্রিকার কত দিন ধরে কাজ করছে তারও কোন সুদুত্তর দিতে পারেনি।

এ ঘটনায় শুক্রবার রাতে গজারিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে মুন্সীগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

error: দুঃখিত!