২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৩:০৩
মুন্সীগঞ্জে ৩টি ইউনিয়নে নৌকা প্রতীক পেলেন যারা
খবরটি শেয়ার করুন:

মোঃ হোসনে হাসানুল কবির, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে শনিববার ৩টি ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয় দেয়া হয়েছে। আওয়ামী লীগের জেলা সভাপতি জেলা পরিষদ প্রশাসক মো: মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে মনোনয়ন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো: লুৎফর রহমান, সদর সভাপতি-আফসার হোসেন আফসু, মতিউল ইসলাম হিরুসহ এছাড়া মুন্সিগঞ্জ জেলা এবং পৌরসভা, সদর উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিকাল ৩টায় কয়েক হাজার সমর্থক ও নেতাকর্মী নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে আসেন পঞ্চসার ইউনিয়ন থেকে গোলাম মোস্তফা। বিকাল ৪টা পর্যন্ত অন্য কেউ মনোনয়ন পত্র না দেয়ায় আওয়ামীলীগের একক প্রার্থী  হিসেবে মনোনয়ন পান তিনি।
পরবর্তীতে রামপাল ইউনিয়ন পরিষদ আওয়ামীলীগের একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পান  মোশাররফ মোল্লা, বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আমির হোসেন বেপারী।

error: দুঃখিত!