২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৮:১০
মুন্সীগঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার দুপুর পোনে ১টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি নামক স্থানে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নিকটস্থ সেনাবহিনীর মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দেয়া হয় বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশের হাঁসাড়া থানার পরিদর্শক ডেরিক হাসান ভূইয়া জানান, ঢাকা থেকে মাওয়া ও বিপরীত দিক থেকে আসা ইলিশ পরিবহনের দু’টি দ্রুতগামী বাস দোগাছি পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বেশকিছু যাত্রী কমবেশী আহত হয়। এদের মধ্যে ১৪-১৫ জনকে নিকটস্থ সেনাবহিনীর মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দেয়া হয়।

এদিকে দুর্ঘটনার কারণে দোগাছি পয়েন্টে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট লেগে যায়। একপর্যায়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় প্রশাসন বাস দুটি সড়ক থেকে সরিয়ে যানজট পরিস্থিতি স্বাভাবিক করে।

error: দুঃখিত!