গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর দাবীতে বুধবার মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতুর ঢালে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সিপিবি ও বাসদ। বেলা ১১টার দিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের যৌথ উদ্যোগে মানববন্ধণ রচনা করা হয়। এরপর সেখানেই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মুন্সীগঞ্জ জেলার সভাপতি শ.ম. কামালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কমরেড বিমল কান্তি দাস, আব্দুল কাদির, সমর দত্ত, নাসিরউদ্দিন নাসু, মো. কবির হোসেন, আলী নাসিম ও মো. দেলোয়ার হোসেন।
সুত্রঃ নিউজ অফ মুন্সিগঞ্জ