২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৮:০৪
বিনা সহিংসতায় গোলাম মোস্তফা নির্বাচিত
খবরটি শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জ সদরের রাজনৈতিক ইতিহাসে রেকর্ড সৃষ্টি করলেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা।

কারাগারে থেকেই পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।

পঞ্চসার ইউনিয়নের নির্বাচন নিয়ে সহিংসতার আশঙ্কা ছিলো। তবে শেষ পর্যন্ত প্রশাসনের কঠোর অবস্থানের কারনে কোন রকম সহিংসতা ছাড়াই এ ইউনিয়নের নির্বাচন শেষ হয়েছে। এ নির্বাচনে প্রার্থী ছিল তিন হেভিওয়েট রাজনৈতিক। ফলে সবার দৃষ্টি ছিল এ ইউনিয়ন পরিষদের দিকে। জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন সমর্থিত স্বতন্ত্র-বিদ্রোহী প্রার্থী হাজী মো. গোলাম মোস্তফা এবং সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানের ধানের শীষ প্রতীকের মধ্যেই হয়েছে মূল লড়াই।

স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা আনারস প্রতীকে পেয়েছেন ১১,৩৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির প্রার্থী হাবিবুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১০,৮৫৫ ভোট। অপরদিকে আ’লীগের প্রার্থী মো: আবদুল সাত্তার নৌকা মার্কা প্রতীকে পেয়েছেন ৬,৯৭৪ ভোট।

স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা নিকটতম প্রতিদ্বন্দী ধানের শীষের প্রতীক হাবিবুর এর চেয়ে ৫১৩ ভোট বেশী পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

পঞ্চসার ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৫০,১৭৭ ভোট। কাষ্ট হয়েছে ২৯,১৯৭ ভোট।

error: দুঃখিত!