৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১:১৭
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিরহাট বাজার থেকে দিনদুপুরে ডিমসহ ব্যবসায়ীর গাড়ি উধাও
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ মার্চ, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পৌরসভার ব্যস্ততম মুন্সিরহাট বাজার থেকে দিনদুপুরে ১২’শ ডিমসহ ব্যবসায়ীর ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে চম্পট দিয়েছে এক যুবক। এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ফজল করিম মোল্লা।

গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে মুন্সিরহাট বাজার সংলগ্ন গরুরহাটের সামনে এ ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, অন্য সময়ের মত গতকাল মুন্সিরহাট বাজারের সামনে একটি দোকানে ডিম সরবরাহ করতে যান ওই ব্যবসায়ী। এসময় ডিমবোঝাই অটোরিকশাটি মূল সড়কের পাশে রেখে তিনি ভিতর দিকে গেলে আনুমানিক ২০-২৩ বছর বয়সী এক যুবক খতমে নবুওয়াত ডিমের আড়ৎয়ের মালিক ফজল করিম মোল্লার মালিকানাধীন ব্যাটারিচালিত অটোরিকশাটি চালিয়ে দ্রুত স্থান ত্যাগ করে ডায়াবেটিস হাসপাতালের সড়ক ধরে মুহুর্তেই সটকে পড়েন।

ভুক্তভোগী ব্যবসায়ী ফজল করিম মোল্লা বলেন, দিনদুপুরে ভরা বাজারে এরকম ঘটনা আতঙ্ক হওয়ার মত। তাছাড়া আমার অটোরিকশার চাবিও আমার কাছে ছিলো। চোর অভিনব কায়দায় অটোরিকশাটির তার ছিড়ে কাজটি করেছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি করি তারা যেন দ্রুত গাড়িটি খুঁজে বের করে।

মুন্সিগঞ্জ সদর থানার সাব ইন্সপেক্টর সজিবুল হাসান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ থেকে যে ছবিটি পাওয়া গেছে সেটি অস্পষ্ট। ছবিটিকে উন্নত প্রযুক্তির মাধ্যমে পরিস্কার করে ঘটনায় জড়িত যুবককে খুঁজে বের করা হবে। পুলিশ তৎপর রয়েছে।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!