২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:৪১
মুন্সিগঞ্জ-২ এ আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সাগুফতা ইয়াসমিন এমিলি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি।

আজ দুপুরে রাজধানীর গুলিস্থানে বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্মিত কেন্দ্র্রীয় কার্যালয় থেকে দলের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়নের চিঠি গ্রহন করেন।

সাগুফতা ইয়াসমিন এমিলি আওয়ামী লীগের ডাকা সরকার বিরোধী হরতালে ২০০৪ সালের ২৫শে আগস্ট গ্রেপ্তার হন।

এমিলি প্রথম ১৯৯৬ সালে সংসদের সংরক্ষীত মহিলা আসনের সদস্য মনোনীত হয়েছিলেন। তিনি মুন্সিগঞ্জ-২ থেকে ২০০৯ সালের জানুয়ারিতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। রাষ্টপতি ইয়াজউদ্দীন আহমেদ ২৪ জানুয়ারি ২০০৯ সালে তাকে সংসদের হুইপ হিসেবে নিয়োগ দেন।

এমিলি ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে বিজয় লাভ করেন।

লৌহজং উপজেলা ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক রাজিব বলেন, এমিলি আপা সংসদ সদস্য হলেও মানুষের সাথে সবসময় সাধারণভাবে মিশেছেন। এজন্যই তিনি তার জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছেন।

আপনার সাথে এই আসন থেকে আরও কয়েকজন মনোনয়ন প্রত্যাশী ছিলো তাদের সবাইকে বাদ দিয়ে দল আপনাকে মনোনয়ন দিলো, এতে আপনার অনুভূতি কেমন-এমন প্রশ্নের জবাবে ‘আমার বিক্রমপুর’ কে সাগুফতা ইয়াসমিন বলেন, ‘দলীয় মনোনয়ন প্রত্যাশা যোগ্য যে কেউ করতে পারে। বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের বৃহত্তম রাজনৈতিক দল। এখানে গণতন্ত্রের চর্চা থাকবে এটাই স্বাভাবিক। আমি সবার চেয়ে যোগ্য সেটা বলবোনা। তবে আমি বলবো আমাদের নেত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটেছে। এখন লক্ষ্য একটাই সবাইকে সাথে নিয়ে নৌকাকে বিজয় করা।’

error: দুঃখিত!