১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৩:২৬
মুন্সিগঞ্জ-১, ফোন বন্ধ সুকুমারের, দলীয় মনোনয়ন ফরম কিনেছেন কবির
খবরটি শেয়ার করুন:

শ্রীনগর উপজেলার ১৪টি ও সিরাজদিখান উপজেলার ১৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত মুন্সিগঞ্জ-১ আসন। এ আসনের বর্তমান সংসদ সদস্য শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুকুমার রঞ্জন ঘোষ।

ঠিক কতদিন ধরে তিনি তার নির্বাচনী এলাকায় আসেন না তার কর্মী-সমর্থকরাও সেটা ভুলে গেছেন। রাজনীতির ভাষায়-কর্মীদের মাঠে ফেলে চলে গেছেন সুকুমার। এ আসন থেকে নির্বাচন করার জন্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা যখন দলের মনোনয়ন ফরম সংগ্রহ করছেন তখন সুকুমার তার ফোন বন্ধ করে রেখেছেন। কারও সাথে নিজের অবস্থান বা পরবর্তী করনীয় সম্পর্কে ন্যুনতম ধারনাও দিচ্ছেন না সুকুমার। এমন অবস্থায় ক্ষোভ আর হতাশা চরম আকার ধারন করেছে সুকুমারপন্থীদের মাঝে

সর্বশেষ গত ১৪ অক্টোবর লৌহজংয়ে প্রধানমন্ত্রী্ ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আগমন কে ঘিরে সুকুমার সমর্থকদের মধ্যে আশা জাগ্রত হলেও তারও কোন তোয়াক্কা করেননি ঘোষ। তবে গত ২৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় যোগ দিয়েছিলেন সুকুমার।

আওয়ামী লীগের মনোনয়ন ফরম আরও যারা কিনতে পারেনঃ চট্রগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও একই কলেজের ছাত্র সংসদের ভিপি, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. বদিউজ্জামান ভূইয়া ডাবলু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রেসিডেন্ট নুরুল আলম চৌধুরী, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহ সভাপতি, এবং ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক এবং মেট্রো বাংলা গ্রুপের প্রতিষ্ঠান গ্যাস ফিল্ড লিমিটেডের পরিচালক মাকসুদ আলম ডাবলু।

তবে সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে সাধারন ভোটারদের মধ্যে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে বিএনপির ব্যানারে চারবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব বর্তমান বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর আওয়ামী লীগের সাথে জোটে গিয়ে এ আসন থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি প্রার্থী না হলে আসনটিতে তার ছেলে সাবেক সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরীও নির্বাচনে অংশ নিতে পারেন।

error: দুঃখিত!