মুন্সিগঞ্জ ১২ ডিসেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
১১ ডিসেম্বর মুন্সিগঞ্জ হানাদার মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা থেকে মুন্সিগঞ্জের রাজাকারদের তালিকা প্রণয়ণের দাবি উঠেছে।
বুধবার (১১ ডিসেম্বর) সরকারি হরগঙ্গা কলেজের পাশে ঐত্যিহ্যবাহী বধ্যভূমির সামনে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি তোলেন সাবেক ছাত্রনেতা ও মুন্সিগঞ্জ আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহিন মোঃ আমানুল্লাহ্।
স্থানীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
শাহিন মোঃ আমানুল্লাহ্ এসময় বলেন, ‘একসময় মুন্সিগঞ্জে কতজন রাজাকার ছিলো তার তালিকা করার জন্য আমরা আন্দোলনে নেমেছিলাম। সেই তালিকাটা খুব শীঘ্রই সম্পন্ন করে জনসম্মুখে প্রকাশ করতে হবে।’
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন বাবুল, প্রবীণ সমাজকর্মী খালেদা খানম, জেলা কৃষকলীগের সভাপতি মহসিন মাখন, আইনজীবি শ ম হাবিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, মোয়াজ্জেম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মনিরুজ্জামান রিপন সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান শরিফ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল, বাংলাদেশ ছাত্রলীগের উপ আইন বিষয়ক সম্পাদক আপন দাস, মুন্সিগঞ্জ শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মকবুল হোসেন, কাউন্সিলর জাকির হোসেন, মিরকাদিম পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেকান্দর হোসেন প্রমুখ।