মুন্সিগঞ্জ, ৩১ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছ উজ্জামানের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। এসময় প্রায় ৫০ লক্ষাধিক টাকার মালামাল লুট হয়। ঘটনার সময় পরিবারের সকল সদস্যরা বাসায়ই ছিলেন।
শনিবার দিবাগত রাত ২ টা’র দিকে মুন্সিগঞ্জ শহরের মধ্য কোর্টগাও এলাকায় আনিছ উজ্জামানের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে বলে দাবি পরিবারের।
পরিবারের দাবি, রাতে আনিছ উজ্জামানের বাড়ির দ্বিতীয় তলার একটি জানালা যেটার গ্রিল নেই সেটা দিয়ে প্রথমে একজন ডাকাত সদস্য প্রবেশ করে পরে তার সহায়তায় বাড়ির অন্য দরজা দিয়ে ৭-৮ জন ডাকাত সদস্য অস্ত্র-সস্ত্র নিয়ে প্রবেশ করে।
প্রথমে ডাকাতরা আনিছ উজ্জামানের বড় ছেলে জেলা যুবলীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান রাজিব এর ঘরে প্রবেশ করে এবং পরে ছোট ছেলে ঠিকাদার ব্যবসায়ী জালালউদ্দিন রুমি রাজনের শোবার ঘরে প্রবেশ করে এবং পরবর্তীতে সদর উপজেলা চেয়ারম্যান আনিছ উজ্জামানের ঘরে ঢোকে।
এসময় ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে ১০০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লক্ষ টাকা লুট করে বলে পুলিশের কাছে দাবি করেছে আনিছ উজ্জামানের পরিবার।
বীর মুক্তিযোদ্ধা আনিছ উজ্জামান ব্যক্তিজীবনে বিলাসিতা পছন্দ করেন না। তিনি খুব সাদামাটা জীবনযাপন করেন। সরকারি গাড়ি বরাদ্দ থাকলেও তিনি চড়েন রিক্সায়।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) গাজী সালাহ্উদ্দিন ‘আমার বিক্রমপুর’ কে বলেন, ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান ‘আমার বিক্রমপুর’ কে বলেন, এখনো থানায় কোন লিখিত অভিযোগ পাইনি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবং এ ঘটনায় কারা জড়িত তা বের করার চেষ্টা চলছে।