১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:৩৫
মুন্সিগঞ্জ সদরে সাংসদ মৃণালের শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ সদরে শীতার্তদের মধ্যে কম্বল ও নগদ অর্থ বিতরণ করেছেন ৩অাসনের সাংসদ ও বাংলাদেশ অাওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

অাজ সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহরের জমিদারপাড়ায় সংসদের বাসভবনের সামনে প্রায় ৬হাজার কম্বল ও ১৫০জন ব্যাক্তির মধ্যে নগদ প্রায় ৭৫হাজার টাকা বিতরণ করা হয়।

এসময় জমিদারপাড়ায় কম্বল নিতে বিপুল পরিমাণ নারী, পুরুষ, শিশু ও বয়স্কদের সমাগম দেখা যায়।

একপর্যায়ে কম্বল শেষ হয়ে এলে অবশিষ্ট লোকদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, জেলা পরিষদের সদস্য ও শহর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অারিফুর রহমান, জেলা পরিষদের সদস্য গোলাম রসূল সিরাজী রোমান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য অাবু বকর সিদ্দিক মিথুন, জেলা তরুণলীগের সভাপতি মিদূল দেওয়ান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ অাহম্মেদ পাভেল, সহ-সভাপতি মির্জা অারিফ, যুগ্ম সাধারণ সম্পাদক অাপন দাস, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক হাসিব মোঃ রাফিও, তরুণলীগের প্রচার সম্পাদক মেহেদী হাসান সোহান প্রমুখ।

error: দুঃখিত!