২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ২:৪৫
মুন্সিগঞ্জ সদরে সংখ্যালঘুর বাড়িতে ডাকাতি
খবরটি শেয়ার করুন:

জেলা শহরের পাচঘরিয়া কান্দি এলাকায় এক সংখ্যালঘুর বাড়িতে ডাকাতি হয়েছে।

বুধবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটেছে।

সংখ্যালঘুর ঘরে ৮-৯ জনের ডাকাত দল প্রবেশ করে নগদ ৩ লাখ টাকা ও ৯ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। এ সময় একই পরিবারের চারজনকে কুপিয়ে আহত করে। পরে তাদেরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, করুনা সরকার (৭০), জুমকা সরকার (২২), নিপা সরকার (১৮) দয়াময় সরকার (৩২)।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ডাকাতির ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

error: দুঃখিত!