মুন্সিগঞ্জ, ২৮ নভেম্বর, ২০২১, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের ৯ ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
আজ রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালটপেপার পদ্ধতিতে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফলে বিজয়ী হলেন যারা-
চরকেওয়ার ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আফসার উদ্দিন ভূঁইয়া।
মোল্লাকান্দি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী রিপন হোসেন।
বাংলাবাজার ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন পীর।
আধারা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ সোহরাব হোসেন।
শিলই ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পারভেজ মৃধা।
পঞ্চসার ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা।
রামপাল ইউনিয়নে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বাচ্চু শেখ।
মহাকালী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. শহিদুল ইসলাম ঢালী।
বজ্রযোগিনী ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ তোতা মিয়া মুন্সী।