১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | বিকাল ৩:৩৫
মুন্সিগঞ্জ শহরে দিনদুপুরে ঘরে ঢুকে দুর্ধর্ষ চুরি, ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতির দাবি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় দিনদুপুরে ঘরে ঢুকে দুর্ধর্ষ চুরির অভিযোগ পাওয়া গেছে। এসময় ঘরে থাকা নগদ ৬লাখ টাকাসহ ৯ভরি স্বর্ণ খোয়া গেছে বলে সদর থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়েছে।

থানায় অভিযোগকারী সিফাত আহমেদ (২৭) উত্তর ইসলামপুরের আক্তার হোসেনের পুত্র।

অভিযোগে তিনি বলেন, আমাদের ৩ তলা বাড়ির দ্বিতীয় তলায় আমরা বসবাস করি। আজ বুধবার বেলা ১১টার দিকে আমিসহ আমার পরিবারের লোকজন ফ্ল্যাটটি তালা দিয়ে বাইরে যাই। পরে দুপুর সোয়া ১২টার দিকে ফিরে এসে দেখি ঘরের দরজার তালা ভাঙা ও দরজা খোলা।

ঘরে ঢুকে দেখি ঘরের জিনিসপত্র এলোমেলো এবং স্টিলের আলমারি খোলা। এসময় খুঁজে দেখি আলমারির ড্রয়ারে থাকা ব্যবসায়িক ও কোরবানীর গরু কিনার জন্য রাখা নগদ ৬ লাখ টাকা, সিন্ধুকে থাকা ৯ ভরি স্বর্ণালংকারসহ (যার মূল্য আনুমানিক ১৪ লাখ ৫০ হাজার টাকা) আরও অনেক জিনিসপত্র খোয়া গেছে।

পরবর্তীতে উত্তর ইসলামপুর এলাকায় আমার বাড়ীর সামনে অবস্থিত মসজিদের সিসি ক্যামেরা চেক করে দেখতে পাই যে, সকাল ১১.০০ টার সময় আমার বাড়ী তালাবদ্ধ থাকার সুযোগে অজ্ঞাতনামা ১ জন পুরুষ ও ২ জন মহিলা আমার বসত বাড়ীতে প্রবেশ করেছে এবং সকাল ১১টা ৩৬ মিনিটের সময় অজ্ঞাত চোরদের বাড়ী থেকে বের হতে দেখা যায়।

এমতাবস্থায় আমি ধারণা করছি, উল্লেখিত অজ্ঞাত ১ জন পুরুষ ও ২ জন মহিলা আমার ঘরের তালা কৌশলে খুলে আমার বসত ঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে সর্বমোট আনুমানিক ২০ লাখ ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।’