মুন্সিগঞ্জ, ৬ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
৪ আগস্ট, রণক্ষেত্রে পরিণত মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়কজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটপাটকেল-লাঠিসোটা পরিস্কারে কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে থাকা মুন্সিগঞ্জের শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিকালে শহরের কাচারি এলাকা থেকে শুরু হয় এই কার্যক্রম। পরে সুপার মার্কেটের অঙ্কুরিত যুদ্ধ-৭১ ভাস্কর্যের সামনে হয়ে পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত এবং পুনরায় থানারপুল এলাকা হয়ে ডিসি পার্ক পর্যন্ত সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন ময়লা-আবর্জনা সরিয়ে নিয়ে এবং ঝাড়ু ও বেলচা দিয়ে রাস্তার পাশের ময়লা, ফুটপাতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করে কালো ব্যাগে ক্ষতিকর উপাদান ও সাদা ব্যাগে ময়লা-আবর্জনা ভরে পৌরসভার ময়লার স্তুপে রাখা হয়।
এতে বিভিন্ন স্কুল-কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের শতাধিক সদস্য অংশ নেন।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, কোন প্রকার ধ্বংসাত্বক কার্যক্রম আমরা চাই না। যারা সরকারি সম্পদ নষ্ট করছে তারা আন্দোলনের দিন আমাদের রক্ষা করতে আসেনি। তাদের সনাক্ত করে আইনের আওতায় আনা হোক। আমাদের ভাইদের প্রাণ গেছে, সেদিন তারা কোথায় ছিলো।