মুন্সিগঞ্জ মুক্ত দিবস; মুক্তিযোদ্ধা সংসদের শ্রদ্ধা নিবেদন
অাজ ১১ডিসেম্বর মুন্সিগঞ্জ জেলা শত্রু মুক্ত দিবস। দিনটিকে কেন্দ্র করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ দিনভর জেলায় নানা কর্মসূচির আয়োজন করে। এরই অংশ হিসেবে শুক্রবার সকাল সাড়ে নয়টায় মুক্তিযোদ্ধা সংসদ চত্তর থেকে এক বর্নাঢ্য র্যালী ও শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় মুক্তিযোদ্ধা চত্তরে এসে মিলিত হয়। পরে বঙ্গবন্ধুর প্রতৃকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলার মুক্তিযোদ্ধারা। এরপর যুদ্ধকালীন স্মৃতিচারন করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধারা।
11
অাজ ১১ডিসেম্বর মুন্সিগঞ্জ জেলা শত্রু মুক্ত দিবস।
দিনটিকে কেন্দ্র করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ দিনভর জেলায় নানা কর্মসূচির আয়োজন করে।
এরই অংশ হিসেবে শুক্রবার সকাল সাড়ে নয়টায় মুক্তিযোদ্ধা সংসদ চত্তর থেকে এক বর্নাঢ্য র্যালী ও শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় মুক্তিযোদ্ধা চত্তরে এসে মিলিত হয়।
পরে বঙ্গবন্ধুর প্রতৃকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলার মুক্তিযোদ্ধারা।
এরপর যুদ্ধকালীন স্মৃতিচারন করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধারা।


