১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | দুপুর ১২:৩৫
মুন্সিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৬ জুলাই, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক এস এম সাকিব সহ তার অফিসের আরও ১০-১২ জনের বিরুদ্ধে মুন্সিগঞ্জের লৌহজং থানায় ২ লক্ষ টাকা চাঁদা দাবির মিথ্যা অভিযোগ স্বীকার করে তা প্রত্যাহার করে নিয়েছেন হোটেল ব্যবসায়ী বাবু।

বাবু বলছে, ‘আমার দোকানে মাদক কেনাবেচাঁর সূত্র ধরে তারা আমাকে মারধর করে। তবে ২ লক্ষ টাকা চাঁদা দাবি ও দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ আমি নিজের ইচ্ছায় দিয়েছিলাম। এরকম কোন ঘটনা আসলে ঘটেনি।’

অভিযোগ প্রত্যাহারের প্রসঙ্গে বাবু বলেন, ‘বিষয়টি ভুল বোঝাবুঝি হয়েছে। এখন আর কোন অভিযোগ নাই।’

থানা সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক এস এম সাকিব সহ তার অফিসের আরও ১০-১২ জনের বিরুদ্ধে মুন্সিগঞ্জের লৌহজং থানায় ১৪ জুলাই বিকেলে লৌহজংয়ের বেজগাও মালিরঅংক এলাকার নুরু বেপারীর পুত্র ব্যবসায়ী বাবু বেপারী (২০) মারধর ও চাঁদা আদায়ের একটি অভিযোগ দেন। গতকাল বুধবার রাত ১০ টার দিকে ব্যবসায়ী বাবু বেপারী (২০) থানায় এসে চাঁদা দাবি বা আদায়ের অভিযোগ মিথ্যা স্বীকার করে সেটি প্রত্যাহার করে নেন।

এ বিষয়ে অভিযোগকারী বাবু ‘আমার বিক্রমপুর’ কে বলেন, ‘আমি নিজেই থানায় গিয়ে আমার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছি। তাদের যে মানক্ষুন্ন হয়েছে সেজন্য আমি নিঃশর্ত ক্ষমাপ্রার্থী।’

মুন্সিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক এস এম সাকিব বলেন, ‘কোন তৃতীয় ব্যক্তির প্ররোচনায় সে এ কাজটি করেছে। তার উদ্দেশ্য অসৎ ছিলো সেটা প্রমাণিত হয়েছে। যারা ইন্ধন দিয়েছে তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।’

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন অভিযোগ প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযোগকারী নিজেই থানায় এসে স্বীকার করেছেন তিনি ব্যক্তিগত ক্রোধ থেকে চাঁদা দাবি বা আদায়ের মিথ্যা অভিযোগ দিয়েছেন তাই সেটি প্রত্যাহার করতে চান। পরে অভিযোগটি প্রত্যাহারের জন্য তিনি স্বেচ্ছায় আবেদন করেছেন।’