১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৯:১৬
মুন্সিগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়।

প্রেসক্লাব কার্যালয়ে পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে গাজী টিভি ও যায়যায়দিনের জেলা প্রতিনিধি শহীদ-ই- হাসান তুহিনের সভাপতিত্বে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

প্রায় ৩০ সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি মঞ্জুর মুর্শিদকে আহ্বায়ক ও এটিএন নিউজ টেলিভিশনের জেলা প্রতিনিধি ভবতোষ চৌধুরী নুপুরকে সদস্য সচিব করে ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সদস্যদের মধ্যে অন্যান্যরা হলেন, সমকাল ও বাংলানিউজের জেলা প্রতিনিধি কাজী সাব্বির আহাম্মেদ দীপু, বাংলাভিশনের জেলা প্রতিনিধি সোনিয়া হাবিব লাবণী, ইনডিপেনডেন্ট টেলিভিশন ও মানবকন্ঠের জেলা প্রতিনিধি সেতু ইসলাম।

error: দুঃখিত!