১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৭:৩৯
মুন্সিগঞ্জ পৌর এলাকায় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, ভোজ বিতরণ ও দোয়া মাহফিল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২২ আগষ্ট, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে মুন্সিগঞ্জ পৌর এলাকায় আলোচনা সভা, ভোজ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার মুন্সিগঞ্জ পৌরসভার জমিদারপাড়া, মানিকপুর সহ বেশ কয়েকটি স্থানে এ আলোচনা সভা , ভোজ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোজ বিতরণ উদ্বোধন ও দোয়া মাহফিলে অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

এসময় জেলা পরিষদের সদস্য মো. আরিফুর রহমান, মুন্সিগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. মকবুল হোসেন, কাউন্সিলর আব্দুল মান্নান দর্পন, কাউন্সিলর জাকির হোসেন, কাউন্সিলর নার্গিস আক্তার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মাওলা তপন, বাংলাদেশ ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক আপন দাস, জেলা শিল্পাঞ্চল শ্রমিকলীগের সভাপতি মো. আবুল কাশেম, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হুমাইরা আক্তার রিমা, সদর থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তার পরিবার সহ সকল শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

error: দুঃখিত!