২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ২:২৬
মুন্সিগঞ্জ থিয়েটার সার্কেলের নতুন কমিটি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৫ সেপ্টেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের ঐহিত্যবাহী নাট্য সংগঠন থিয়েটার সার্কেলের দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে শহরের মালপাড়ার সংগীত একাডেমিতে ৩১ সদস্যের এই নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট নাট্যকার, নির্দেশক ও সংগীত শিল্পী শিশির রহমান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাট্যকর্মী ও সংগীত শিল্পী সুদিপ দাস দ্বীপ।

এছাড়া সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক, সংগঠক মোজাম্মেল হোসেন সজল।

সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি জয়া দাস শিখা, হিরু খান, সহ-সাধারণ সম্পাদক আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাইফ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডালিম রহমান, দপ্তর সম্পাদক লোকনাথ দাস হ্নদয়, অর্থ সম্পাদক ঋত্তিক দাস, প্রচার সম্পাদক সীমান্ত দাস, নৃত্য বিষয়ক সম্পাদক সুমি দাস শুভ্রা, সংগীত বিষয়ক সালাহ উদ্দিন বাবুল, শিশু বিষয়ক সম্পাদক মাশফিক সিহাব, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান ইমন, নারী সম্পাদক সুচিত্রা দাস, অঙ্কন সম্পাদক শুভ দাস। এছাড়াও ১৫ সদস্যের কার্যকরি সদস্যরা হলেন, বিদায়ী সভাপতি সাব্বির হোসাইন জাকির, অঙ্কনশিল্পী বিন্দু সরকার, তবলা শিল্পী শরীফ মাহমুদ বিদায়ী সাধারণ সম্পাদক জিতু চন্দ্র রায়, আল মামুন, চলচ্চিত্র অভিনেতা আশিক চৌধুরী, থিয়েটার শিল্পী শিপ্রা দাস, আশাদুজ্জামান রাসেল, রবিন ঢালী, এহসানুল আলম জনি, কামরুল হাসান, জিনাত জাওহারা, মো. সিপন ও তুষার খান।

থিয়েটার সার্কেলের সাধারণ সভা ও কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থিয়েটার সার্কেলের বিদায়ী সভাপতি এবং মুন্সিগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির।

error: দুঃখিত!