২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৭:৩৩
মুন্সিগঞ্জ চীফ জুডিসিয়াল আদালত কর্মচারীদের ৩ দিনের প্রশিক্ষণ সম্পন্ন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৮ জানুয়ারি ২০২৫, শ্রীকান্ত দাস (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহায়ক কর্মচারীদের কর্ম দক্ষতা বৃদ্ধি শীর্ষক তিন দিনের প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে এ সমাপনী অনুষ্ঠান হয়।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান।

সমাপনী অনুষ্ঠানে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস, ইফতি হাসান ইমরান ও দুরদানা রহমান।

এর আগে গত রোববার থেকে তিন দিন ব্যাপী বিকাল সাড়ে তিনটা হতে সাড়ে পাঁচটা পর্যন্ত কর্মদক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণের কর্মশালা শুরু হয়। মঙ্গলবার বিকালে প্রশিক্ষণ শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সকল কর্মচারী ও কর্মকর্তাদের মাঝে কর্মদক্ষতা পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান আদালতে আসা বিচার প্রার্থীদের সহযোগিতার লক্ষ্যে সকল কর্মচারীদের দিক নির্দেশনা দেন।

error: দুঃখিত!