১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৮:২০
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ৮৫ দিন পর কবর থেকে আন্দোলনে নি.হ.ত দিনমজুরের মরদেহ উত্তোলন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৮ অক্টোবর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে দাফনের ৮৫ দিন পর কবর থেকে উত্তোলন হয়েছে ছাত্র আন্দোলনে নিহত দিনমজুর সজল মোল্লার (৩১) মরদেহ।

সোমবার দুপুর একটার দিকে শহরের উত্তর ইসলামপুর কবরস্থান থেকে প্রশাসন ও পরিবারের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করে মর্গে পাঠানো হয়।

গত ৪ আগস্ট শহরের সুপারমার্কেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে পেটে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সজল মোল্লা। ওইদিন সন্ধ্যায় ময়নাতদন্ত ছাড়াই দাফন হয় মরদেহ।

এ ঘটনায় ২০ সেপ্টেম্বর ৪৫১ জনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন সজলের ভাই সাইফুল ইসলাম।

আদালতের নির্দেশে মামলার তদন্তের স্বার্থে মরদেহ উত্তোলন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ।

এসময় আরও উপস্থিত ছিলেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আওয়াতিফ ইবনে মতিন, মামলার তদন্তকারী কর্মকর্তা আবু সিদ্দিক প্রমুখ।

error: দুঃখিত!