মুন্সিগঞ্জ, ২৮ অক্টোবর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে পদ্মায় মা ইলিশ শিকার করায় ৩ জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে ৮০ কেজি ইলিশ, ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও মাছ ধরার ১ টি ট্রলার।
সোমবার ভোরে জেলার উপজেলার হাসাইল গ্রাম সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা ববি মিতু।
এসময় আটককৃত জেলে মো. শামীমকে ৫ হাজার টাকা, হাকিম আলী দেওয়ানকে ১০ হাজার টাকা ও অলি উল্লাহকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা, ক্ষেত্র সহকারি মিজানুর রহমান, হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান, ইউপি সদস্য বাবু হাওলাদার প্রমুখ।