মুন্সিগঞ্জ, ১৫ নভেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে চাদাঁবাজি মামলা সহ ৭ মামলার পলাতক আসামী ফয়সাল সরকারকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার ভোরে মহেশপুর তার নিজ বাড়ী থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে পুলিশ।
আসামী ফয়সাল সরকার সদরের মহেশপুর এলাকার ফরিদ সরকারের ছেলে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামী ফয়সাল সরকার দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলো। সে নদীতে বালুর বলগেট থেকে চাদাঁ উত্তোলন করতো।
সে চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি, মোল্লাকান্দি ইউনিয়ন ও টংগিবাড়ীর কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের নিরীহ মানুষের আতঙ্ক। সে বিভিন্ন ইউনিয়নের ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চাদাঁবাজী মামলা সহ মোট ৭ টি মামলা রয়েছে। আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করেছে পুলিশ।