১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৮:৪৮
মুন্সিগঞ্জে ৭৩ ড্রাম চিংড়ির রেণুসহ আটক ৩
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের লৌহজং থেকে ৭৩ ড্রাম গলদা চিংড়ির রেণু পোনা জব্দসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড।

উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৭৩ ড্রাম গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছে কোস্টগার্ড।

আজ শুক্রবার ভোররাতে উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় খুলনাগামী একটি ট্রাক থেকে এসব রেণু পোনা জব্দ করা হয়।

পরে এসব পোনা বেলা ১২টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পদ্মায় অবমুক্ত করা হয়।

মাওয়া কোস্টগার্ড কমান্ডার মো. আব্দুল জলিল জানান, গোপন সংবাদে শিমুলিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব রেণু পোনা জব্দ করা হয়।

তিনি আরো জানান, ভুয়া কোস্টগার্ড সদস্য দাবি করে বিকাশে টাকা লেনদেনের কারণে স্থানীয় সাংবাদিক মো. রুবেল ইসলামকে আটক করা হয়। তাছাড়া ট্রাকচালক ও হেলাপারকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।