মুন্সিগঞ্জ, ১৭ এপ্রিল ২০২৩, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ৬ হাজার দুইশো পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তার স্বামী পলাতক রয়েছে।
সোমবার সকাল সাড়ে সাতটার দিকে সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের আকবরনগর এলাকায় সফর আলীর (৩৯) বাড়ি থেকে ৬ হাজার দুইশো পিস ইয়াবাসহ তার স্ত্রী সাবিনা বেগমকে (৩৬) আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শিবনাথ কুমার সাহা এসব তথ্য নিশ্চিত করে জানান, আটক সাবিনার বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। মামলার অপর আসামি সাবিনার স্বামী সফর আলীকে আটক করা সম্ভব হয়নি।