ডেক্স রিপোর্টঃ মুন্সিগঞ্জ শহর পৌরসভা নির্বাচনের দিন অস্রধারী চিন্হিত বহিরাগত সেই যুবককে ৫মাসেও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এতে নতুন করে শঙ্কা তৈরি হচ্ছে সাধারণ মানুষের মাঝে।
গত ৩১ডিসেম্বর মুন্সিগঞ্জ শহর পৌরসভা’র ভোটগ্রহনের দিন প্রকাশ্যে অাগ্নেয়াস্র নিয়ে এক যুবকের গুলি করার ছবি পরদিন দেশের সবকয়টি জাতীয় পত্রিকায় গুরুত্ব সহকারে ছাপা হয়। প্রথমে মুন্সিগঞ্জের পুলিশ ঐ যুবককে চিন্হিত করার কথা অস্বীকার করলেও ঐদিনই ‘অামার বিক্রমপুর’-এ ঐ যুবকের নাম-ঠিকানা ও প্রমাণ সহ চিন্হিত করে একটি প্রতিবেদন ছাপা হয়। একপর্যায়ে পুলিশ ঐ যুবকের পরিচয় স্বীকার করতে বাধ্য হয়।
ঘটনার ৫মাস পেরিয়ে গেলেও পুলিশ ঘটনার সাথে জড়িত মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান রিপন পাটোয়ারী’র ছোট ভাই শিপন পাটোয়ারী কে গ্রেফতার করতে পারেনি।
এদিকে অাগামী ২৭ই মে মোল্লাকান্দি ইউনিয়নের নির্বাচন কে কেন্দ্র করে সহিংসতার অাশঙ্কায় রয়েছে সেখানকার ভোটাররা।