মুন্সিগঞ্জ, ৫ মার্চ, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
অবহেলিত সড়কে ৪৭ বছর পরে থাকা কাচা রাস্তা পাকা করনের কাজের উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কাকালদী বাহের কুচি এলাকা এই কাজের উদ্বোধন করা হয়।
কাকালদী বাহের কুচি মোড় থেকে কাউয়াহার এলাকার প্রায় দুই কিলোমিটার কাচা রাস্তাটি পাকা করন হবে। যার ব্যয় ধরা হয়েছে এক কোটি ২৬ লাখ টাকা। রাস্তাটি স্থানীয় সরকার মন্ত্রনালয়ের (এলজিএডি) অর্থায়নে ৩ মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে জানা গেছে।
দীর্ঘ ৪৭ বছরের অবহেলীত কাচা রাস্তাটি দিয়ে প্রতিদিন ৫ হাজার মানুষ যাতায়াত করতো। দীর্ঘ সময় পরে রাস্তাটির কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
রাস্তাটির কাজের উদ্বোধন করেন, মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল করিম।
এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সমাজ সেবক মোঃ সুমন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ আলমগীর শেখ, আশরাফ সিদ্দিক শুভ্র, ইউপি সদস্য মুক্তার হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।