১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৩:৩১
মুন্সিগঞ্জে ৩ বালতি ককটেল উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ নভেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে ৩ বালতি অবিস্ফোরিত তাজা ককটেল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলার ‘ককটেলের জনপদ’ খ্যাত মোল্লাকান্দি ইউনিয়নের বাহেরকান্দি এলাকা থেকে ৩ টি প্লাষ্টিকের বালতি ভর্তি এসব ককটেল উদ্ধার করা হয়।

ডিবি জানায়, বাহেরকান্দি গ্রামের মৃত আমজাদ খানের ছেলে সুরু খানের পরিত্যক্ত বাড়ির পেছনে লতা পাতা দিয়ে ঢাকা অবস্থায় ৩ টি প্লাষ্টিকের বালতি ভর্তি সর্বমোট ৩৫ টি তাজা ককটেল উদ্ধার করা হয়।

মুন্সিগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মোজাম্মেল হক ঘটনাস্থল থেকে ‘আমার বিক্রমপুর’ কে জানান, এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

error: দুঃখিত!