মুন্সিগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি, ২০২০, শহর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ৩৫০ পিস ইয়াবা সহ ২ জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তাদের পঞ্চসার থেকে আটক করা হয়।
আটকরা হলেন, শহরের দেওভোগ এলাকার অতুল সাহার ছেলে নারায়ণ চন্দ্র সাহা ও বিনোদপুর এলাকার রিপন মিয়া’র স্ত্রী সাদিয়া আক্তার সুক্তি।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) গাজী সালাহ্ উদ্দিন ‘আমার বিক্রমপুর’ কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়।