মুন্সিগঞ্জ, ৩ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
পবিত্র মাহে রমজানের শুরু থেকেই মুন্সিগঞ্জের হাট-বাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে লেবু। বাজার ঘুরে দেখা গেছে, ২ কেজি চালের সমান দামে বিক্রি হচ্ছে ৪পিস লেবু।
তবে প্রকারভেদে এর কম দামেও লেবু পাওয়া যাচ্ছে। কিন্তু সেগুলোও নিম্নবিত্তের নাগালের বাইরে।
সোমবার দুপুরে মুন্সিগঞ্জ সদরের সিপাহীপাড়া ও শহর বাজারে গিয়ে দেখা যায়, ৮০ টাকা থেকে শুরু করে ১৩০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে লেবু।
অন্যদিকে প্রকারভেদে ৬০-৬৫ টাকা কেজি দরে দুই কেজি চাল বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকায়।
সিপাহীপাড়া বাজারের সবজি বিক্রেতা সিয়াম ঢালি জানালেন, বাজারে লেবুর সরবরাহ কম। পাইকারি বাজারের ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয়ায় খুচরা পর্যায়ে এর চেয়ে কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।
তিনি জানান, ‘গোল লেবু ৪পিস ৮০ টাকা ও লম্বা লেবু ১২০-১৩০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।’
মুন্সিগঞ্জ শহর বাজারে ক্রেতা আবু সাঈদ বলেন, ‘আমার পরিবারে ইফতারি করতে লেবু লাগে। শরবতে লেবু মেসালে আলাদা তৃপ্তি পাওয়া যায়। কিন্তু বাজারে লেবুর দামে নিয়ন্ত্রণ নেই।’
তিনি বলেন, ‘গতকাল ১০০ টাকা দাম দিয়ে ৪পিস লেবু নিয়েছিলাম। বাড়িতে নিয়ে দেখি রস নেই। একেবারে অপরিপক্ক।’
ইফতারিতে শরবত তৈরির জন্য লেবু কিনতে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে বাজারগুলোতে।