মুন্সিগঞ্জ, ২৭ মে, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ১কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক দুইজন বয়সে তরুণ। তারা স্থানীয় বিভিন্ন কিশোর গ্যাং গ্রুপের সাথে সম্পৃক্ত। এছাড়া তারা ক্ষমতাসীন দলের রাজনৈতিক ছত্রছায়ায় বিভিন্ন অপকর্ম করছিলো।
ডিবি জানায়, গতকাল বুধবার (২৬ মে) বিকালে মিরকাদিম পৌরসভার পশ্চিম কাজী কসবা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পশ্চিম কাজীকসবা এলাকার আওলাদ হোসেনের ছেলে মোহাম্মদ সিফাত হোসেন (২১) ও সালাউদ্দিন রাব্বির ছেলে রুদ্র মহাম্মদ শাহরিয়ার (২৩)।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মোজাম্মেল হক জানান, আসামিরা দীর্ঘদিন যাবৎ মিরকাদিম পৌর এলাকায় মাদকের ব্যবসা করছিলো। তারা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।