মুন্সিগঞ্জ, ৫ অক্টোবর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
স্বল্প পরিসরে স্ব বিস্তার খবর প্রকাশের ধারা তৈরি করেছে দৈনিক আমাদের সময়। বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছে পত্রিকাটি। গতকাল বুধবার দৈনিক আমাদের সময়ের ১৯ বছর পূর্তি উপলক্ষে মুন্সিগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে এসব কথা বলেছেন বক্তারা।
দুপুর সাড়ে ১২টার দিকে প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে পত্রিকাটির জেলা প্রতিনিধি নাদিম হোসাইনের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এসব কর্মসূচি পালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
প্রেসক্লাবের সহ সভাপতি গোলজার হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট সুজন হায়দার জনি, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, ভবতোষ চৌধুরী নুপুর, এনটিভির স্টাফ রিপোর্টার মঈনউদ্দীন সুমন, সাবেক দপ্তর সম্পাদক হাসান জুয়েল, সময়ের আলোর প্রতিনিধি জুয়েল রানা, প্রথম আলোর প্রতিনিধি ফয়সাল হোসেন আমার বিক্রমপুরের সম্পাদক শিহাব আহমেদ, নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির উপ-সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আরাফাত রায়হান সাকিব, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি সুমিত সরকার সুমন, রজত রেখার সিনিয়র রিপোর্টার নাজির হোসেন, সভ্যতার আলোর ম্যানেজার সাগর হোসেন, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি শুভ ঘোষ, সাংবাদিক আদনান সাদ, ফটো সাংবাদিক আমির হোসেন, মোহাম্মদ রিদয়, সৌরভ সরকার প্রমুখ।