মুন্সিগঞ্জ, ২৫ জুলাই, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে জাতীয় শ্রমিক লীগ, শিল্পায়ন আঞ্চলিক শাখা।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় মুন্সিগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়।
এসময় ১৫ আগস্ট মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহত সকলের স্মরণে নিরবতা পালন ও শোকের মাসে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করেন তারা।
জাতীয় শ্রমিক লীগ, শিল্পায়ন আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলে,ন জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান রিপন, জাতীয় শ্রমিক লীগ, শিল্পায়ন আঞ্চলিক শাখার সহ-সভাপতি এস এম পারভেজ রমজান, যুগ্ম-সাধারন সম্পাদক সালাউদ্দিন পাঠান লিটন, আজহারুল ইসলাম, শ্রমিক লীগ নেতা মোঃ জসিম উদ্দিন, সদর উপজেলা শ্রমিক লীগ সহ-সভাপতি সোহরাব হোসেন, জেলা নির্মাণ শ্রমিক লীগ সভাপতি ওবায়দুল হক আলী প্রমুখ।