২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | দুপুর ২:২০
মুন্সিগঞ্জে ১৪ কোটি টাকার কারেন্ট জাল ধ্বংস
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ জানুয়ারি, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নে অভিযান চালিয়ে ৭০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

৭টি ফ্যাক্টরি থেকে ১৪ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

রবিবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ জানান, সকাল থেকে বিকাল পর্যন্ত পঞ্চসার ইউনিয়নের কয়েকটি স্থানে জাল কারখানায় অভিযান চালানো হয়। এ সময় ১৪ কোটি টাকার ৭০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধলেশ্বরীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া আলম ফিশিং নেটের ম্যানেজার আক্তার হোসেনকে ১০ হাজার জরিমানা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারি পরিচালক সুনীল মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আসলাম হোসেন শেখসহ অনেকে।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!