১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সন্ধ্যা ৬:৫৮
মুন্সিগঞ্জে হেরোইন সহ মাদক কারবারি আটক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ ডিসেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৪৫ পুরিয়া হেরোইন সহ একাধিক মাদক মামলার আসামী ও মাদক কারবারি মো. সেলিমকে (৪০) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মির্জাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, তার দেহ তল্লাশী করে ৪৫ পুরিয়া হেরোইন পাওয়া যায়।

শেখেরনগর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আব্দুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেলিমকে বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে মির্জাকান্দা প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আটক করি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তার দেহ তল্লাশী করে ৪৫ পুরিয়া হেরোইন পাই। যার ওজন ৪ গ্রাম, মূল্য ৯ হাজার টাকা, প্রতি পুরিয়া ২ শত টাকা করে বিক্রি করে। মাদক আইনে মামলা হয়েছে। বিকালে আদালতে পাঠানো হয়েছে।

error: দুঃখিত!