৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৪:২২
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে সড়কের পাশ থেকে ফল ব্যবসায়ীর লাশ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ এপ্রিল, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় মহাসড়কের পাশ থেকে লিটন মাতবর (৪৮) নামের এক ফল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ওমপাড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় বালাশুর এলাকার মৃত মালেক মাতবরের ছেলে।

পুলিশ জানায়, বালাশুর বাজারের ফল ব্যবসায়ী লিটন বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। আজ ভোরে ফল কেনার জন্য লক্ষাধিক টাকা নিয়ে বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। সকালে ওমপাড়া এলাকায় রাস্তার পাশে স্থানীয় লোকজন তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঁইয়া জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হাত কোঁকড়ানো ও অন্যান্য লক্ষণ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে তিনি মারা যেতে পারেন। তবে তাঁর কাছে কোনো টাকাপয়সা পাওয়া যায়নি। গাড়িচালক অথবা অন্য কেউ টাকা নিয়ে যেতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

error: দুঃখিত!