৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১:০৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে স্রোতে ট্রলারডুবি: ৪ জন তীরে ফিরলেও পানিতে ভেসে গেছেন এক বাদ্যকর
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২২ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে স্রোতের কবলে পড়ে ট্রলার উল্টে পানিতে ভেসে গেছেন বাদ্যকর লক্ষণ চন্দ্র দাস (৬০)। এসময় সাথে থাকা অন্য ৪ জন নদীতে থাকা জেলেদের সহযোগিতায় প্রাণ নিয়ে তীরে ফেরেন।

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পদ্মার চরে ঘাস কেটে ফেরার সময় পদ্মা সেতুর ৩ নং খুঁটির পাশে তীব্র স্রোতের কবলে পরে ওই ট্রলারটি।

নিখোঁজ লক্ষণ চন্দ্র দাস (৬০) উপজেলার কনকসার ইউনিয়নের দক্ষিণ সিংহেরহাটি গ্রামের শুকুমার চন্দ্র দাসের পুত্র। তিনি পেশায় বাদ্যকর।

নদীতে থাকা জেলেদের সহযোগিতায় বেঁচে ফেরা ব্যক্তিরা হলেন- মন্নাফ সৈয়ল, ইসমাঈল শেখ, ইউসুফ হাওলাদার ও ট্রলার চালক মোকসান।

জীবিত ফেরা মন্নাফ সৈয়াল বলেন, সকাল ৯টার দিকে আমরা ৫ জন মিলে পদ্মার চরে ঘাস কাটতে যাই। কাজ শেষে দুপুরে বাড়ি ফেরার পথে সেতুর ৩/৪ নম্বর খুঁটির কাছে স্রোতে ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয় জেলেদের সহযোগিতায় আমরা ৪ জন বেঁচে আসি। তবে লক্ষণ স্রোতের তোড়ে মুহুর্তেই হারিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী জেলে হবি হাওলাদার বলেন, প্রতিদিনকার মত দুপুরে বাড়ি ফেরার সময় হঠাৎ ৪-৫ জনসহ একটি ট্রলার ডুবে যেতে দেখি। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৪ জনকে উদ্ধার করি।

লৌহজং উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ ইন্সপেক্টর সুমন আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসলেও ট্রলার বা ডুবে যাওয়া ব্যক্তিকে শনাক্ত করা যায়নি। বৈরী আবহাওয়ার কারনে উদ্ধার কার্যক্রমও শুরু করতে পারিনি। নৌ-পুলিশ ও কোস্টগার্ডের টহল টিম কাজ করছে। নদীতে থাকা জেলেদেরও বিষয়টি জানানো হয়েছে।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!