মুন্সিগঞ্জ, ৩১ মার্চ, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আবদুল্লাহপুর গ্রামে রিয়া মনি নামের এক সৌদি আরব প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করা হয়েছে।
আজ (৩১ মার্চ) রাত ১০ টার দিকে টংগিবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত গৃহবধূ ওই গ্রামের সৌদি প্রবাসী সবুজের স্ত্রী। ওই গৃহবধূ আজ রাত ৮ টার দিকে নিজ বসত ঘরের ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্নহত্যা করে বলে নিহতের শশুড় বাড়ির লোকজন জানান।
তবে নিহতের নিকট আত্নীয় সজিব মোল্লা জানান, রিয়া মনিকে তার শাশুড়ি প্রায় নির্যাতন করতো। আজ ওর শাশুড়ি হোসনে আর বেগম, দুই ননদ সাথী ও বিথী এবং ননদের জামইরা মিলে রিয়া মনিকে খুণ করেছে। ওই এলাকার চেয়ারম্যান আমাদের ফোন দিয়ে বলেছে রিয়া ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁসি দিয়ে আত্নহত্যা করছে। কিন্তু আমরা এসে দেখি ওকে খাটের উপর শুয়াইয়া রাখা হয়েছে। পুলিশ আসছে পুলিশও দেখছে ওকে খাটে শুয়াইয়া রাখছে। ওরা রিয়া মনিকে খুণ করে খাটে শুয়াইয়া রেখে এখোন বলছে আত্মহত্যা করছে।
জানা গেছে, ৩ বছর আগে উপজেলার পাঁচগাও গ্রামের আতাউর পাইকের মেয়ে রিয়া মনির সাথে একই উপজেলার আবদুল্লাহপুর গ্রামের সবুজের বিয়ে হয়। বিয়ের পর হতেই সৌদি আরবে থাকতো সবুজ। সবুজের মা হোসনে আরা প্রায় রিয়ার সাথে ঝগড়া বিবাদ করতো।
এ ব্যপারে স্থানীয় আবদুল্লাহপুর ইউপি চেয়রাম্যান আ. রহিম জানান, শুনেছি শাশুড়ির সাথে ঝগড়া হয়েছে, তাই নিজ ঘরের ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।
এ ব্যাপারে টংগিবাড়ী থানার ওসি হারুন অর রশিদ জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি নিচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।