৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৪:১০
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে সামাজিক কবরস্থানে শায়িত সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী, জানাজায় মানুষের ঢল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৬ অক্টোবর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

চার দফা জানাজা শেষে সাবেক রাষ্ট্রপতি আবুল কাসেম মোহাম্মদ বদরুদ্দোজা চৌধুরীর মরদেহ শায়িত করা হয়েছে মুন্সিগঞ্জের শ্রীনগরের মজিদপুর দয়হাটা কবরস্থানে।

শেষ ইচ্ছা অনুযায়ী, সামাজিক কবরস্থানে সাধারণ মানুষের পাশে সমাধিস্থ করা হয় বর্ণাঢ্য এই রাজনীতিককে।

এর মধ্য দিয়ে শেষ হয় সুবক্তা, চিকিৎসা বিজ্ঞানী ও সাবেক রাষ্ট্রপতির ৯৪ বছরের ইহকাল যাত্রা।

আজ রোববার দুপুরে যোহর নামাজের পর বীরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা স্কুল মাঠে বদরুদ্দোজা চৌধুরীর শেষ জানাজা ও দাফন সম্পন্ন হয়।

এর আগে সকাল সাড়ে দশটার দিকে শ্রীনগর স্টেডিয়ামে হয় তৃতীয় জানাজা। সেখান থেকে মরদেহ নিয়ে আসা হয় নিজ বাড়ির উঠানে।

পাঁচবারের সাবেক সংসদ সদস্য বি. চৌধুরীকে শেষবারের মত দেখতে দুর দুরান্ত থেকে ছুটে আসেন নানা শ্রেণী-পেশার মানুষ। শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

‘সদা হাস্যোজ্জ্বল’, ‘প্রাণ’বন্ত’ বদরুদ্দোজা চৌধুরী শুক্রবার ভোর রাতে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৯৪ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতি। পরে সকালে হাসপাতাল প্রাঙ্গণে তার প্রথম ও দুপুরে বারিধারা কুটনৈতিক এলাকায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

মুন্সিগঞ্জ ১ আসন থেকে বদরুদ্দোজা চৌধুরী পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব ও বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা।

ব্যক্তিজীবনে বদরুদ্দোজা চৌধুরী এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক। একমাত্র পুত্র মাহি বি চৌধুরী দীর্ঘদিন ধরেই রাজনীতির সাথে যুক্ত। ছিলেন দুইবারের সংসদ সদস্যও।

error: দুঃখিত!